# গ্রামীণ বাংলাদেশের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
# আর্থ-সামাজিক উন্নয়নে শক্তি সঞ্চালন।
# জরুরী/যুদ্ধাবস্থায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আভিযানিক দায়িত্ব পালন।
গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ ও মহিলা): এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য/সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভিডিপি প্লাটুন সদস্য হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন।
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা): এ প্রশিক্ষণ গ্রহণ করলে সদস্য/সদস্যাগণ সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন এবং অংগীভূত হওয়ার যোগ্যতা অর্জন করেন।
পেশা ভিত্তিক প্রশিক্ষণ: মৌলিক প্রশিক্ষণ ছাড়াও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার-ভিডিপি সদস্য/ সদস্যা স্বনির্ভর হবার সুযোগ পায়। আনসার-ভিডিপি সংগঠন প্রতি বছর বিভিন্ন ধরণের পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে।
পেশা ভিত্তিক বিভিন্নপ্রশিক্ষণ
মৎস্য চাষ প্রশিক্ষণ (সাধারণ আনসার এবং ভিডিপি পুরুষ)।
কম্পিউটার বেসিক কোর্স (সাধারণ আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা)।
ইলেকট্রিশিয়ান কোর্স (ভিডিপি সদস্য/সাধারণ আনসার)।
নকশিকাঁথা কোর্স (ভিডিপি সদস্যা)।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন প্রশিক্ষণ ( ভিডিপি সদস্য)।
উন্নত প্রযুক্তিতে আলু চাষ, সংরক্ষণ ও ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ)।
ড্রাইভিং প্রশিক্ষণ (ভিডিপি সদস্য)।
গবাদী পশু পালন কোর্স (ভিডিপি সদস্য)।
হাঁস-মুরগী চিকিৎসা ও পালন কোর্স (ভিডিপি সদস্য)।
ফ্রিজ ও এয়ার কন্ডিশনার মেরামত কোর্স (ভিডিপি সদস্য/সাধারণ আনসার)।
অমৌসুমী সবজি চাষ প্রশিক্ষণ (আনসার -ভিডিপি সদস্য /সদস্যা)।
উন্নত প্রযুক্তিতে নার্সারী স্থাপন প্রশিক্ষণ (আনসার-ভিডিপি সদস্য/সদস্যা)।
দেশীয় পদ্ধতিতে হাঁস-মুরগীর বাচ্চা স্ফুটন ও পালন (আনসার-ভিডিপি সদস্য/সদস্যা)।
নারকেলের মালা থেকে বোতাম তৈরী প্রশিক্ষণ (ভিডিপি সদস্য)।
আধুনিক ফলচাষ প্রশিক্ষণ (আনসার-ভিডিপি সদস্য)।
উন্নত মানের আমচারা উৎপাদন প্রশিক্ষণ (ভিডিপি সদস্য)।