বরাবর,
চেয়ারম্যান সাহেব
৯নং তেঁতুলিয়া ইউপি
তেঁতুলিয়া, মান্দা, নওগাঁ।
বিষয় সুবিচারের আবেদন।
বাদী
মো: কায়েম প্রাং
পিতা: মৃত মহির উদ্দিন
গ্রাম: গোঁসাইপুর,
ডাক: তেঁতুলিয়া
মান্দা, নওগাঁ।
বিবাদী
১। লালু ফকির
পিতা মৃত সেফাতুল্যা
গ্রাম: মল্লিকপুর
ডাক: তেঁতুলিয়া
মান্দা, নওগাঁ।
জনাব,
সবিনয় নিবেদন আমি বাদী মো: কায়েম প্রাং আপনার নিকট সুবিচারের আবেদন করছি যে,গত ১১/০৫/২০১৪ইং, শুক্রবার তারিখে শ্রীরামপুর মোড়ে বেলা দেড়টার দিকে সাবাই বাজারে দুধ বিক্রি করার উদ্দেশ্যে যাবার পথে ১নং বিবাদী পানি সেচকে কেন্দ্র করে আমাকে অন্যায়ভাবে আক্রমন করে রক্তাক্ত করে। এলোপাথাড়ি ভাবে কিল, ঘুষি,চড়, থাপ্পর মারতে থাকে; আমার নাক, মুখ সহ চোখে আঘাতের ফলে রক্ত বের হওয়া শুরু করলে স্থানীয় লোকজন ও স্বাক্ষীদের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা শেষে আমি একটু সুস্থ, তবে নাকে আঘাতের ফলে পর্দা ফেটে যাওয়ায় অসহ্য যন্ত্রনা কাতর হয়ে পড়েছি। এমতবস্থায় সুষ্ঠ বিচারের লক্ষ্যে আপনার নিকট নালিশ জানাচ্ছি। ধায্য তারিখে মৌখিক ভাবে আরও কিছু বলার আছে।
অতএব মহোদয় দয়া করে আমাকে জরুরী ভিত্তিতে বিবাদীকে তলব করে উপযুক্ত বিচার করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
তারিখ: ইং
(মো: কায়েম প্রাং)
পিতা: মৃত মহির উদ্দিন
গ্রাম: গোঁসাইপুর,
ডাক: তেঁতুলিয়া
মান্দা, নওগাঁ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS